কক্সবাজারে মাদক পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

বাংলাদেশের কক্সবাজারে, মাদক পাচার মামলায় এক ইয়াবা কারবারি রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন সত্যতা নিশ্চত করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান, “গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায়, উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরবর্তীতে, পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর অভিযুক্তকে। শুনানি শেষে, এ রায় ঘোষণা করেছেন বিচারক।”