এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলার তদন্তকারী হাউজ কমিটির দ্বিতীয় শুনানির সাক্ষ্যে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেন যদিও তার সহযোগীরা বারবার বলেছিলেন যে তিনি জয়লাভ করেননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা চালানোর বিরুদ্ধে সতর্ক করেন, তবে আবার আলোচনারও প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে আলোচনা করেন।

অ্যারিজোনা রাজ্যের ফ্ল্যাগস্টাফের উপকণ্ঠে দুটি দাবানলের কারণে প্রায় আড়াই হাজার বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা আশা করছে যে মঙ্গলবার এবং বাকি সপ্তাহ তুলনামূলকভাবে মৃদু হাওয়া বইবে যা তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।