এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনের সীমান্তে শস্যরক্ষণাগার বা সাইলো তৈরির জন্য একটি পশ্চিমা পরিকল্পনা প্রকাশ করেছেন যাতে কৃষ্ণ সাগরের বন্দরগুলিতে রাশিয়ার অবরোধে আটকে থাকা শস্য রপ্তানি সহজ করা যায়। ঐ অবরোধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি হয়েছে।

রাশিয়ার একটি আদালত মঙ্গলবার প্রি-ট্রায়াল আইনের অধীনে আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মাদকের অভিযোগে আটক রাখার মেয়াদ জুলাইয়ের প্রথম দিক পর্যন্ত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে গ্রাইনারকে "আর এক দিনের জন্যও আটক রাখা উচিত নয়। গত ফেব্রুয়ারি মাস থেকে তাকে আটক করে রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সমস্ত দর্শনার্থী--- অন্তত ১০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এক ডজন লোক যারা ক্যাম্পার চালাচ্ছেন তারা নিজেরাই পার্ক থেকে বেড়িয়ে আসছে। নজিরবিহীন এই বন্যা, ভূমিধস এবং পাথর পড়ার ফলে কর্তৃপক্ষ পার্কটি বন্ধ করে দেয়।