নেটো সম্মেলনে যোগ দিতে স্পেন পৌঁছালেন বাইডেন

Your browser doesn’t support HTML5

নেটো সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার স্পেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এই সম্মেলন চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন সাক্ষাৎ করবেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড এবং সুইডেন নেটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু তাদের আবেদন তুরস্কের বিরোধিতার মুখোমুখি হয়েছে। তুরস্ক বলছে কুর্দি জঙ্গিদেরকে হেলসিঙ্কি এবং স্টকহোমের সমর্থন এবং আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোর কারণে তুরস্ক ক্ষুব্ধ হয়েছে।