এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউরোপে নেটো বাহিনীকে অতিরিক্ত সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন। স্পেনে অনুষ্ঠিত নেটোর শীর্ষ সম্মেলনে বাইডেন বলেন, “স্থল, আকাশ ও সমুদ্রসহ সব ক্ষেত্রেই এই জোটকে শক্তিশালী করা হবে”।

টেক্সাসের তীব্র গরমে এসি বিহীন ট্রাক্টর-ট্রেলারে করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ট্রাকের চালক ও আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউ ইয়র্কের একটি আদালত প্রয়াত জেফরি এপস্টিনকে মেয়েদের যৌন নিপীড়নে সাহায্য করার অভিযোগে প্রাক্তন ব্রিটিশ সোশ্যালাইট গিসলেইন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে। এছাড়াডিষ্ট্রিক জজ অ্যালিসন জে নাথান সাড়ে সাত লক্ষ ডলার জরিমানাও করেছেন। ম্যাক্সওয়েলের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল আপিল করবেন।