ভূমধ্যসাগরে নৌকাডুবি

Your browser doesn’t support HTML5

বুধবার একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা জানিয়েছে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি রাবারের নৌকা ডুবে শিশুসহ, অভিবাসন প্রত্যাশী, অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো মারা গেছে।

এমএসএফ পরিচালিত উদ্ধারকারী একটি জাহাজ নৌকার কাছে পৌঁছে কয়েকজন নারী এবং অনেক শিশু সহ আরও কয়েক ডজন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকারী ঐ জাহাজে জিও ব্যারেন্টস নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।

নৌকা ডুবির একজন প্রত্যক্ষদর্শী, ১৭ বছর বয়সী ক্যামেরুনের নাগরিক জানান, "আমরা অনেক মানুষকে ডুবে যেতে দেখেছি - পুরুষ, মহিলা এবং শিশু - গতকালের দিনটি আমরা কখনই ভুলব না। আমরা তাদের বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু তাদের সবাইকে বাঁচাতে পারিনি।"

(এপি)