সব ইউক্রেনীয়কে রুশ নাগরিকত্ব দেয়ার ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৯ জুন তুর্কমেনিস্তানের আশগাবাতে কাস্পিয়ান সাগর-উপকূলীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। ফাইল ছবি।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত একটি ডিক্রি অনুসারে, সমস্ত ইউক্রেনীয় এখন দ্রুত রুশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।

আগে এই সুযোগটি শুধুমাত্র ইউক্রেনের ডনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের বাসিন্দা এবং মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দাদের জন্য উন্মুক্ত ছিল।

কতজন রুশ নাগরিকত্বের জন্য আবেদন করবে তা স্পষ্ট নয় তবে সুবিধাটি ২০১৯ সালে অর্থাৎ যখন প্রস্তাবটি ডনেটস্ক এবং লুহানস্কের বাসিন্দাদের দেয়া হয়েছিল তখন থেকে ২০২২ সাল পর্যন্ত ইউক্রেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ রুশ পাসপোর্ট পেয়েছে।

মে মাসে এ সুবিধাটি জাপেরিঝিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দাদের জন্য দেয়া হয়েছিল।

ইউক্রেনের কর্মকর্তারা এখনো পুতিনের ডিক্রি সম্পর্কে মন্তব্য করেননি।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।