ইরাকের সংসদের বাইরে বিক্ষোভকারীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন নাপিত

Your browser doesn’t support HTML5

ইরাকের সংসদের বাইরে একটি চেয়ার বসিয়ে নাপিত আবু আহমাদ ভবনের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন তিনি৷

শিয়া ইরাকি ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকরা প্রায় এক সপ্তাহ ধরে ইরাকের সংসদের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছে। দেশের দুর্নীতির অবসান ঘটাতে লড়াই করছে তারা।

বিক্ষোভকারী ইউনেস আল-মানসুরি আহমদের উদ্যোগ দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। এখন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অন্যান্যদের মাথার চুল কেটে দিচ্ছেন এবং দাড়ি কামিয়ে দিচ্ছেন।

শনিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী পদের জন্য মোহাম্মদ শিয়া' আল-সুদানির মনোনয়নের প্রতিবাদে কয়েক শত সদর সমর্থক বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ঢুকে পড়ে।

(রয়টার্স)