এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সাথে সাক্ষাৎ করেন।

ব্লিংকেন এখন তিন-দেশ সফরে আফ্রিকায় রয়েছেন। আফ্রিকা মহাদেশে রাশিয়ার প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন আমেরিকান কূটনীতিকে এগিয়ে নিতে চাইছে।

নিউ মেক্সিকো রাজ্যের অ্যাবাকার্কি পুলিশ রবিবার ঘোষণা করেছে যে গত নয় মাসে অ্যাবাকার্কিতে চারজন মুসলমান ব্যক্তির হত্যার পর তারা একটি ধূসর রঙ্গের ভক্সওয়াগেন জেটা অথবা পাসার সন্ধান করছে। পুলিশ এর আগে বলেছিল যে যারা হত্যার শিকার, তাদের ধর্ম এবং বর্ণের উপর ভিত্তি করে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর রবিবার প্রথমবারের মতো হোয়াইট হাউস ছেড়ে বাইরে বের হলেন। কোভিড ১৯ পরীক্ষা পজিটিভ হওয়ার কারণে তিনি আইসোলেশনে ছিলেন।