আফগানিস্তানঃ সাহসী সুর

Your browser doesn’t support HTML5

এই কাহিনী ফরিদা ও জোহরা আহমাদীর। এরাই ছিল দ্য আফগান ন্যাশনাল স্কুল অফ মিউজিকের শেষ দুই শিক্ষার্থী যারা গত বছর তালিবান ক্ষমতা দখলের পর সে দেশ ত্যাগ করে। আফগান ন্যাশনাল স্কুল অফ মিউজিক ছিল সেদেশের একমাত্র সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্বখ্যাত জোহরা অর্কেস্ট্রার চারণভূমি। জোহরা অর্কেস্ট্রা আফগানিস্তানের প্রথম এমন অর্কেস্ট্রা যার সদস্য কেবল নারীরাই। এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ড. আহমদ সারমাস্ত তাদের দেশত্যাগে সাহায্য করতে জনসেবক, রাজনীতিবিদ এবং সঙ্গীত শিল্পীদের সম্পৃক্ত করেন। দোহায় কিছুদিন থাকার পর, দলটি একত্রে লিসবনে যায়। লিসবন হচ্ছে তাদের নতুন আবাসস্থল যেখানে তারা মুক্ত সমাজে মন ভরে তাদের সঙ্গীত চর্চা করতে পারছে।