এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র রুডি জুলিয়ানি বুধবার জর্জিয়ার আটলান্টায় এক বিশেষ গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিয়েছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ঐ রাজ্যের ফলাফল পাল্টে দেওয়ার জন্য প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা সম্পর্কিত তদন্তে তিনি সাক্ষ্য দেন।

নেভাডা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, নজিরবিহীন খরার কারণে বিশাল রিজার্ভারের পানির স্তর নেমে যাওয়ায় লেক মিড-এ আরও মানুষের দেহাবশেষ দেখা গেছে। তারা বলছেন, পানির স্তর কমে যাওয়ায় ঐ হ্রদে এ নিয়ে পাঁচজনের দেহাবশেষ পাওয়া গেছে।

ইএসপিএন বুধবার জানিয়েছে, (আমেরিকার পেশাদার বাস্কেটবল খেলোয়াড়) লেব্রন জেমস লস এঞ্জেলেস লেকার্সের সঙ্গে আরও দু’বছরের জন্য ৯৭ দশমিক ১ মিলিয়ন ডলারের চুক্তিতে সম্মত হয়েছেন। লেকার্সের সঙ্গে মেয়াদ বাড়ানোর ফলে জেমসই হবেন এনবিএ-র ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড় যার খেলোয়াড়ি জীবনের আয়কৃত অর্থের পরিমাণ ৫৩২ মিলিয়ন।