আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, ৬ জন নিহত

মানচিত্র

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, জালালাবাদের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

জুন মাসে আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, এতে ১ হাজার জনের বেশি মানুষ মারা যায়।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।