খুলনায় ২৪ ঘণ্টায় ৬ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

খুলনায় বৃষ্টিপাতে সড়ক প্লাবিত

বাংলাদেশের খুলনায় গত ২৪ ঘণ্টায় ছয় বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, “বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে জেলায় ছয় বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

আবহাওয়া অফিস অনুসারে, এই ২৪ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বর্ষণে খুলনার নিরালা, মুজগুন্নী, বয়রা ও প্রান্তিকাসহ নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পড়ে।

এদিকে, আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে, মধ্যপ্রদেশের কেন্দ্রীয় অংশ এবং তৎসংলগ্ন এলাকায় গঠিত সুস্পষ্ট নিম্নচাপ, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং এখন পশ্চিম উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। ঝড়ের আশঙ্কা প্রশমিত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জানায়; ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩২ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজাহাটে ২৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।