বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে দলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে, শনিবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি আহবান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “রাজধানী ঢাকাসহ সকল মহানগর,জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে।নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে শনিবার বিকাল তিনটায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।”
বিএনপি মহাসচিব বলেন, “আ’লীগ অতীতেও একইভাবে বিএনপির নেতাকর্মী ও বিরোধী দলের কর্মসূচিতে হামলা করেছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন যা করতে চায়, তা হলো; এখানে যাতে কোনো সুস্থ নির্বাচনী পরিবেশ না থাকে এবং একটি নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনে জনগণ যাতে অংশ না নিতে পারে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পূর্ব নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ঐ ঘটনায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন।