বিমান টানা প্রতিযোগিতা

Your browser doesn’t support HTML5

২৫ জনের প্রায় ১০০টি দলের প্রত্যেকে ৮২-টনের একটি বিমান... হয় ফেডএক্স এয়ারবাস এ-৩২০ বা ১২ ফুট উচ্চতার ইউনাইটেডের বোয়িং ৭৫৭ টানার প্রতিযোগিতায় অংশ নেয়।

দুই বছর বিরতির পর, ১৯৯২ সাল থেকে শুরু হওয়া ডালাস প্লেন পুল প্রতিযোগিতা এখন চলছে। স্পেশাল অলিম্পিকের জন্য তহবিল সংগ্রহ করে থাকে এই প্রতিযোগিতা৷

ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার রিচার্ড গোলিনস্কি বলেন, "স্পেশাল অলিম্পিকের জন্য তহবিল সংগ্রহ করার জন্য আমাদের (মেট্রোপলিটন ওয়াশিংটন বিমানবন্দর কর্তৃপক্ষ) পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ জো হার্টুক এই প্রতিযোগিতা চালু করেন।"

প্রতিযোগিতার সূচনা থেকে এই পর্যন্ত ৩০ লক্ষ ডলারের বেশি তহবিল সংগ্রহ হয়েছে এবং এখন অন্যান্য শহরে এমন প্রতিযোগিতা চালু করা হয়েছে।

প্রতিবন্ধী শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের বৃহত্তম ক্রীড়া সংস্থা এই স্পেশাল অলিম্পিক।

(রয়টার্স)