অস্ত্র মামলায় জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র মামলার যুবলীগের কথিত নেতা জি কে শামীমসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। ২৫ সেপ্টেম্বর, ২০২২।

দণ্ডপ্রাপ্ত বাকি সাতজন হলেন; জি কে শামীমের দেহরক্ষী মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে আনা হয়।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালায় আেইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময়, আটটি আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়। এরপর, জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় মাদক, মানি লন্ডারিং এবং অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়।

অস্ত্র মামলায় ২০১৯ সালের ২৭ অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত তাদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন। ২৮ ফেব্রুয়ারি এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।