টোকিওতে মোদী ও কিশিদার বৈঠক

Your browser doesn’t support HTML5

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দেখা করেছেন এবং জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, তার পক্ষ থেকে 'গভীর সমবেদনা' প্রকাশ করেছেন।

মঙ্গলবার আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে সম্মানিত করেছে জাপান। শিনজো ছিলেন জাপানের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি আধুনিক দিনের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতা হিসাবে তার আধিপত্য বিস্তার করেছিলেন।

মোদি এবং কিশিদা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন।

রাজধানী টোকিওতে এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ভারতের মোদীসহ কমপক্ষে ৪৮ জন সাবেক এবং বর্তমান রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। শেষকৃত্যে সবমিলিয়ে প্রায় ৪ হাজার ৩০০ অতিথি থাকবেন বলে জানানো হয়েছে।

(রয়টার্স)