এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়ের একটি হারিকেন ইয়ানের কারণে মৃতের সংখ্যা রবিবার ৮০ ছাড়িয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ায় এবং অনুসন্ধানকারী দলগুলি প্রাথমিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলিতে আরও অনুসন্ধান চালানোর ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী (ফার্ষ্ট লেডি) জিল বাইডেন সোমবার পর্টোরিকো সফর করছেন। গত মাসে হারিকেন ফিওনার আঘাতে আমেরিকার ভূখণ্ড পর্টোরিকোর কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের দুই সপ্তাহের যৌথ সামুদ্রিক মহড়া উদ্বোধন করেন। ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঐ মহড়ায় প্রায় ৫৩০ ফিলিপিনো এবং ২ হাজার ৫৫০ জন আমেরিকান মেরিন অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ফিলিপাইনের একাধিক স্থানে একাধিক মহড়া অনুষ্টিত হবে।