বাংলাদেশের গাজীপুররে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধদের আরও একজন মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।নিহত শ্রমিক আল আমিন (৩০) গাজীপুর বোর্ড বাজার বটতলা এলাকার বাসিন্দা।
আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, “৫০ শতাংশ দগ্ধ আমিন সকাল ৬টা ৪৫ মিনিটে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
“একই অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুজন আনোয়ার (৩০) এবং সিরাজুল ইসলামকে (২৮) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক;” জানান আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন।
এর আগে, সোমবার সকালে চালক পারভেজ (৩৩) মারা যান, তার শরীরের ৮৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে গিয়ে একটি সিলিন্ডার বোঝাই ভ্যানে বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় দগ্ধ সাতজন, কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। দগ্ধদের প্রথমে তাহিরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে (টিএমএমসি) নিয়ে যাওয়া হয়। পরে, পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।