কারাগারে আটক আলোচিত সাবেক এসপি বাবুল ও প্রবাসী ইলিয়াসের বিরুদ্ধে এবার পিবিআইয়ের এসপির মামলা

নিহত স্ত্রী মাহমুদা খানম মিতু এবং কারাগারে আটক আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে আটক আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর প্রধান পুলিশ সুপার নাঈমা সুলতানা।

গত সোমবার (১৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানায় মামলাটি করা হলেও বুধবার (১৯ অক্টোবর) রাতে তা জানাজানি হয়।

মামলায় বাবুলের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমান লাবুকেও অভিযুক্ত করা হয়েছে।

গতকাল রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, ‘ডিজিটাল মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সোমবার তিনি (পুলিশ সুপার নাঈমা সুলতানা) মামলাটি করেছেন। মামলায় বাবুল আক্তারসহ চারজনকে আসামি করা হয়েছে’।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাবুল আক্তারসহ অন্যরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করছেন। ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

মিতু হত্যার ঘটনায় বাবুলের করা মামলায় তাঁকেসহ ৭ জনকে অভিযুক্ত করে ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করে।

আদালতে পিবিআইয়ের অভিযোগপত্র জমা দেওয়ার আগে ৩ সেপ্টেম্বর এই মামলার তদন্ত নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন। এরপর ৮ সেপ্টেম্বর হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ও পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রোর প্রধান পুলিশ সুপার নাঈমা সুলতানাসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বাবুল। ২৫ সেপ্টেম্বর সেই আবেদন খারিজ করে দেন আদালত।

এর আগে ২৭ সেপ্টেম্বর বাবুল, ইলিয়াস, ওয়াদুদ মিয়া ও লাবুকে অভিযুক্ত করে ঢাকার ধানমন্ডি থানায় একই অভিযোগে মামলা করেন বনজ কুমার মজুমদার।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।