জাতিসংঘের আশঙ্কা: সিরিয়ার উত্তরাঞ্চলের লড়াই অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে

দেশের উত্তর আলেপ্পো গভর্নরেটের আজাজের উত্তর থেকে সিরীয়রা পালিয়ে যাচ্ছে। ১৭ অক্টোবর, ২০২২।

জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে উত্তর সিরিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং আরও মৃত্যু এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটাতে পারে।

উত্তর সিরিয়ায় জঙ্গি ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তুর্কি-সংশ্লিষ্ট কিছু সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াইয়ে কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানা গেছে।

হতাহতদের মধ্যে একজন বিশিষ্ট সিরিয়ান কর্মী এবং তার গর্ভবতী স্ত্রী ছিলেন। মিডিয়া রিপোর্ট করেছে যে তারা ৭ অক্টোবর একটি লক্ষ্যবস্তু হত্যার শিকার হয়েছিল, যা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আল-বাবে ক্ষোভের জন্ম দেয়।

একজন সক্রিয়বাদি মুহাম্মদ আবদুল লতিফ, সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ এলাকায় তুর্কি সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির কর্মের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার অফিস এটিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছে। সংস্থার মুখপাত্র, রাভিনা শামদাসানি বলেছেন, তার সংস্থা আশঙ্কা করছে যে ক্রমবর্ধমান যুদ্ধ আলেপ্পো এবং ইদলিব সহ উত্তর সিরিয়ার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, অনেক বেসামরিক মৃত্যু এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটারও সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, " ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সাত দিনের সময়কালে, আমাদের অফিস উত্তর সিরিয়ায় চারজন নারী এবং তিনজন শিশু সহ অন্তত সাতজন বেসামরিক নাগরিকের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। অন্য ১১ জন আহত হয়েছে। এর মধ্যে দুই জন নারী, সাত জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে। মোট বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা অবশ্যই বেশি হতে পারে।”

শামদাসানি বলেছেন, আল-বাব, আফরিন এবং কাফর জান্না শহরের পাশাপাশি উত্তর আলেপ্পো শাসিত অন্যান্য অঞ্চলে এবং এর আশেপাশের অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আবাসিক এলাকার বেসামরিক লোকজন যুদ্ধরত পক্ষের মধ্যে যুদ্ধে স্থল-ভিত্তিক হামলা এবং ছোট অস্ত্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, "আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে অভিযোগ করা হয়েছে সরকার সমর্থক বাহিনী দ্বারা বেশ কয়েকটি বিমান হামলা এবং স্থল-ভিত্তিক হামলা চালানো হয়েছে এবং এগুলি আফরিন শহরের উপকণ্ঠে, সেইসাথে পশ্চিম, পূর্ব এবং দক্ষিণের গ্রামীণ ইদলিবের গ্রামগুলির উপকণ্ঠে আঘাত করেছে।"

সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি ইদলিব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্র রাশিয়ার এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রচেষ্টা এখনও পর্যন্ত অস্পষ্ট রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর বেসামরিক জনসংখ্যা এবং অ-সামরিক বস্তুগুলিকে রক্ষা করার জন্য সমস্ত যুদ্ধরত পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করেছে যে আবাসিক এলাকাগুলিতে নির্বিচারে আক্রমণ নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে।

সংস্থাটি জানিয়েছে যে সিরিয়ায় ১০ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ৩,০০,০০০ এরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।