বাংলাদেশে সাড়ে চার বছর আটক থাকার পর স্বদেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডল

বাংলাদেশে সাড়ে চার বছর আটক থাকার পর স্বদেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডল

ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডল দীর্ঘদিন বাংলাদেশে কারাভোগ শেষে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে স্বদেশে ফিরে যান। তিনি প্রায় সাড়ে চার বছর বাংলাদেশে আটক ছিলেন।কাগজপত্র জটিলতার কারণে গত অক্টোবর মাসে দেশে ফিরতে পারেননি তিনি।

শনিবার (১৯ নভেম্বর ) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ভারতীয় নাগরিক আব্বাসের।

আব্বাস মণ্ডল (৩৫) ভারতের নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে আব্বাস মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ নন। মাঝেমধ্যে তিনি এলোমেলো কথাবার্তা বলতেন।

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম বলেন, “আব্বাস মণ্ডল অবৈধভাবে বাংলাদেশে আসেন ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে এ ঘটনায় একই দিন দামুড়হুদায় থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে একটি মামলা হয়। এ মামলায় আমলী আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।”

সাজা ভোগের পর, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে, আব্বাস মণ্ডলকে প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর দেশে ফেরত পাঠানো হলো। শনিবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তার হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়।

আব্বাস মণ্ডলের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ভাতিজা আদম মণ্ডল। তিনি তার চাচাকে গ্রহণ করে বাড়ি নিয়ে যান।

এই ভারতীয় নাগরিককে হস্তান্তর করার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার জহির উদ্দিন বাবু ও এনজিও প্রতিনিধি ইউনুচ আলি।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র পাল, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার অশক কুমার ও এনজিও প্রতিনিধি চিত্ত রঞ্জন।