এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক শুক্রবার ইউক্রেনে কিয়েভের প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রেলওয়ে স্টেশনে ২০ হাজারেরও বেশি কম্বল দান করেছে।

যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটা আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকালে শুরু হয় যা ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। তবে এই বছর খুচরা বিক্রেতারা অনিশ্চিত যখন মুদ্রাস্ফীতির কারণে ভোক্তারাও কেনাকাটায় ভারসাম্য রাখার চেষ্টা করছে।

আমেরিকার আদিবাসী ও তাদের মিত্ররা বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের প্লেমেথে থ্যাঙ্কসগিভিং ডে-তে জাতীয় শোক দিবস পালনের জন্য সমবেত হয়েছিলেন। নিউ ইংল্যান্ডের ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস-এর মতে, থ্যাঙ্কসগিভিং ডে লক্ষ লক্ষ আদিবাসী মানুষের গণহত্যা, আদিবাসীদের জমি জোরদখল করা এবং তাদের সংস্কৃতির বিলুপ্তির কথাকেই স্মরণ করিয়ে দেয়।