বাংলাদেশের নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “সুনীল অর্থনীতি বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করবে।” শুক্রবার (২৫ নভেম্বর)পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, “একটা সময় ছিল,তখন সমুদ্রে আমাদের কোন অধিকার ছিল না। সমুদ্রে যেতে হলে ভারত ও মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সুনীল অর্থনীতিতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।”
তিনি আরও বলেন, “সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে।”
সরকারের সমালোচনা করায় বিএনপির কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী খালিদ। তিনি প্রশ্ন করেন, “দেশ যদি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি এমন অবস্থায় থাকতে পারতো?”