এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যে হাজার হাজার মানুষের বাড়ি-ঘর-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এক বা একাধিক লোক আপাতদৃষ্টিতে অপরাধমূলক অভিপ্রায় নিয়ে দুটি পাওয়ার সাবস্টেশনে গুলি চালিয়েছে। গভর্নর রয় কুপার বলেন, “এ ধরনের হামলা হুমকির এক নতুন মাত্রা সৃষ্টি করেছে।”

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান সোমবার বলেছেন, বছরের এই সময় যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে সবচাইতে বেশী মানুষকে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। সিডিসি জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

নাসার চালকবিহীন ওরিয়ন ক্যাপসুল সোমবার চন্দ্রপৃষ্ঠের প্রায় ১৩০ কিলোমিটার ওপর দিয়ে অতিক্রম করে এবং মাধ্যাকর্ষণ ব্যবহার করে পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করে। অর্ধ শতাব্দী আগে অ্যাপোলো 17 মহাকাশে যাওয়ার পর এটি চাঁদে মানুষ যাবার মহড়ায় সেটির সব থেকে কাছে পৌঁছায়।