ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশের দু’টো বাণিজ্যিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। জামানত ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ঋণ অনুমোদনের খবর প্রকাশের পর, সোমবার (১২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। দুটি ব্যাংকই চট্টগ্রামভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, “কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংক দু’টিকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশাবলী অনুসরণ করা হচ্ছে কি-না, পর্যবেক্ষকরা তা পর্যবেক্ষণ করবেন।” ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে। আর, পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহ-কে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ঋণ অনিয়ম ও জঙ্গি অর্থায়নের অভিযোগে ২০১০ সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (তৎকালীন মহাব্যবস্থাপক) পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকের বিভিন্ন সভায় যোগ দিতে থাকেন। ২০১৭ সালে, ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করা হয়। তখন বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণে ছিল।

এরপর, ২০২০ সালের মার্চে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক সরিয়ে নেয়। কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবির ব্যাংক থেকে পর্যবেক্ষক প্রত্যাহারের অনুমোদন দেন। এখন বিশাল অংকের ঋণ প্রদানের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে প্রশ্ন উঠেছে।