খেরসনে রাশিয়ার গোলাবর্ষণ

ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে, ইউক্রেনের খেরসনে রাশিয়ার আক্রমণ চলাকালীন, খেরসন আঞ্চলিক স্টেট প্রশাসনিক ভবনে রকেট হামলা আঘাত হানার খবরের পর স্ভোবডি স্কয়ারে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে, ১৪ ডিসেম্বর ২০২২।

ইউক্রেন জানিয়েছে যে, দক্ষিণাঞ্চলের খেরসন শহরে বৃহস্পতিবার রুশ গোলাবর্ষণে দুইজনের মৃত্যু হয়েছে। একইসাথে রুশ-নিযুক্ত কর্মকর্তারা পূর্বাঞ্চলের ডনেটস্ক শহরে ইউক্রেনের হামলার খবর জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দফতরের উপ-প্রধান, কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামের এক পোস্টে জানান যে, রুশ হামলাগুলো খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে।

এদিকে, ডনেটস্ক-এ রাশিয়ার নিযুক্ত মেয়র অ্যালেক্সি কুলেমজিন বলেন যে, আগের রাতের গোলাবর্ষণগুলো সেখানে কয়েক বছরের মধ্যে চালানো বৃহত্তম হামলাগুলোর মধ্যে অন্যতম ছিল।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ডনেটস্ক অঞ্চলের কিছু কিছু এলাকা ২০১৪ সাল থেকে নিয়ন্ত্রণ করে আসছে। এই বছর এর আগে রাশিয়া ঘোষিত এলাকা অধিভুক্তকরণের মধ্যে ঐ এলাকাটিও ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এমন অধিভুক্তকরণের ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

জেনেভায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক, মানবাধিকার পরিষদের এক বৈঠকে বলেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ব্যাপক ঘটনা ঘটা অব্যাহত রয়েছে।

টার্ক গত সপ্তাহে ইউক্রেন সফর করেছেন। তিনি জানান যে, ইউক্রেনের ১ কোটি ৮০ লক্ষ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন এবং আরও অতিরিক্ত রুশ বিমানহামলা “মানবিক পরিস্থিতির আরও গুরুতর অবনতি ঘটাতে পারে এবং আরও [মানুষকে] স্থানচ্যুত করতে পারে”।

তিনি বলেন যে, বিদ্যুৎ স্থাপনা সহ বেসামরিক স্থাপনাগুলোতে রুশ হামলা, ইউক্রেনের লক্ষ লক্ষ বেসামরিক মানুষকে “শীতকালের মাসগুলোতে চরম দুর্দশার” মধ্যে ফেলছে।