পুঁজিবাজার বাড়াতে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান আবশ্যক—বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আর্থিক জ্ঞান এবং ভালো ব্যবসা প্রতিষ্ঠান দুই–ই আবশ্যক।

তিনি বলেন, ‘শেয়ারবাজার দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত। জ্ঞানী বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে টেকসইভাবে চালনা করতে পারেন’।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘উন্নত অর্থনীতিতে ৫০ শতাংশের বেশি টাকা পুঁজিবাজার থেকে নেওয়া হয়। আমাদের দেশে সেই অবস্থা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, যা ব্যাংকিং খাতে নানা সমস্যার সৃষ্টি করছে। যদি ৫০ শতাংশ টাকা পুঁজিবাজার থেকে আসে তাহলে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হতে বাধ্য’।

তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে একটি গোষ্ঠী চতুরতার সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নকে সংজ্ঞায়িত করছে। গুজব ও মিথ্যাচার ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’।

টিপু মুনশি বলেন, ‘দেশ এত উন্নতি করেছে, তারপরও তারা বলছে, এটা ঠিক নয়। কিন্তু দৃশ্যমান উন্নতিকে তারা আর অস্বীকার করতে পারে না। যারা এসব করছে, তারা এ দেশের উন্নয়ন চায় না’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, সভাপতিত্ব করেন অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান।

বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) সভাপতি আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাঈদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।