এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদে থাকাকালীন সরকারী গোপনীয় নথিগুলো যে উইলমিংটনের বাড়িতে বা ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কএর কাছে রয়েছে তা তিনি জানতেন না। মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বৃহস্পতিবার জানিয়েছেন যে ঐ গোপন নথিতে কী আছে তা বাইডেন জানতেন না।

“রক 'এন' রোল"এর সম্রাট--- কিং অফ রক 'এন' রোল, এলভিস প্রেসলির একমাত্র কন্যা গায়িকা লিসা মেরি প্রেসলি বৃহস্পতিবার ৫৪ বছর বয়সে মারা যান। লস এঞ্জেলেসের বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হওয়ার পরে প্রেসলিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা গাড়ি সরবরাহের ব্যাপারে ওয়াল স্ট্রিট যে অনুমান করেছিল তা পূর্ণ না হওয়ায় টেসলা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তাদের বৈদ্যুতিক গাড়ির দাম হ্রাস করেছে। যুক্তরাষ্ট্রে গাড়ির সব মডেলের ক্ষেত্রে মূল্য হ্রাস করা হচ্ছে এবং নতুন ফেডারেল ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্ত হলে তা ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।