এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ডান্স ক্লাবের বলরুমে যে বন্দুকধারীর গুলিতে ১০ জন প্রাণ হারিয়েছে সেই ব্যক্তিকে রোববার একটি ভ্যানে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিজের বন্দুকের গুলির আঘাত থেকে সে মৃত্যুবরণ করে। কর্তৃপক্ষ তাকে ৭২ বছর বয়সী হুউ ক্যান ট্রান বলে শনাক্ত করেছেন।হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

রোববার সারা যুক্তরাষ্ট্রব্যাপী হাজার হাজার নারী প্রজনন অধিকার রক্ষার দাবিতে এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বাতিল হওয়া রো বনাম ওয়েড রায়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে মিছিলে অংশ নেয়। রো বনাম ওয়েড রায়ের কারণে গর্ভপাত সরকারী সাহায্যের আওতায় সুরক্ষিত ছিল।

ডিজনির চলচিত্র 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ছয় সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে ২’শ কোটি ডলার আয় করেছে। পরিচালক জেমস ক্যামেরন বলেছিলেন, খরচ উঠে আসার জন্য সিনেমাটিকে ২ বিলিয়ন ডলার আয় করতে হবে।