এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার ফিলিপাইন সফর করেন।তাইওয়ানের বিরুদ্ধে চীনের যে কোনো পদক্ষেপ প্রতিহত করতে ওয়াশিংটন ফিলিপাইনের সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সম্প্রসারণ করতে চাইছে। ওদিকে ম্যানিলা বিতর্কিত দক্ষিণ চীন সাগরে তার অঞ্চলগত দাবীর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চায়।

যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, মিয়ানমারের সামরিক শাসকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর ওপরে যুক্তষাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে। বুধবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের দুই বছর পূর্তি হলো।

বোয়িং কোম্পানি তাদের আইকনিক 747 বিমানকে বিদায় জানাতে (ঐ সিরিজের) শেষ জাম্বো জেটটিকে সিয়াটলের উত্তরাঞ্চলে কোম্পানির বিশাল কারখানায় নিয়ে আসে। গত ৫৫ বছর ধরে বিমান নির্মাণে সাহায্যকারী হাজার হাজার সাবেক ও বর্তমান কর্মীরা বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন।