এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি নজরদারি বেলুন বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশের ওপর দিয়ে উড়ছিল। সন্দেহ করা হচ্ছে বেলুনটি চীনের। শুক্রবার চীন জানিয়েছে, তারা ঐ রিপোর্টি যাচাই করছে। সামরিক কর্মকর্তারা বেলুনটি ভূপাতিত না করার পরামর্শ দিয়েছিলেন কারণ এর ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে ক্ষতি হতে পারে।

কংগ্রেসনাল ব্ল্যাক ককাসের সদস্যরা বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে পুলিশ যে নৃশংসভাবে টায়রি নিকোলসকে পিটিয়ে হত্যা করে তার প্রতিক্রিয়ায় থমকে থাকা পুলিশ সংস্কার আইন নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার হিমশীতল আবহাওয়া বিরাজ করেছে। কিছু জায়গায় বাতাসেরে শীতলতা হিমাংকের নীচে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শীতকালীন ঝড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে এবং যানজটের সমস্যা দেখা দিয়েছে।