বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ (বামে) এর সাথে পরবর্তী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (ডানে)। (ফাইল ছবি)

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাওয়া মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা। রবিবার (১২ ফেব্রয়ারি) সাহাবুদ্দিন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটা মহান আল্লাহর ইচ্ছা।”

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের অন্যতম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যায়। প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির, আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

একজন অসাধারণ ব্যক্তি: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন যে আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে একজন অসাধারণ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। এমন একজনকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, যিনি ঝুঁকি নিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করেছেন। যার মধ্যে ভদ্রতা, নম্রতা ও রাজনৈতিক বিজ্ঞতা রয়েছে।”

রবিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সংসদীয় দলের বৈঠক বসেছিল শনিবার (১১ ফেব্রুয়ারি)। তখন রাষ্ট্রপতি পদের মনোনয়নের জন্য সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। সেই ক্ষমতাবলে তিনি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।”