শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত ইইউ মিশন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ইইউ ভুক্ত রাষ্ট্রগুলোর মিশন সমূহ, রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সকলকে ‘শান্তিপূর্ণ এবং আইনানুগ’ পদ্ধতিতে রাজনীতি করার জন্য উৎসাতি করেছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস সংক্ষিপ্ত এই বার্তাটি টুইট করেছে।

ইইউ এবং ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মিশন ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ সহিংসতা সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে ‘গভীর’ উদ্বেগ প্রকাশ করেছে।