চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার প্রধান হাতিয়ার শিক্ষা: দীপু মনি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের তৈরি হতে হবে। আর, এই চ্যালেঞ্জ মোকাবেলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।”

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “স্মার্ট বাংলাদেশের মূল উপাদানগুলো হবে-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। এছাড়া ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করব।” শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাকে উপযুক্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করতে হলে, গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞানের ফসলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন হয় উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এটা সত্যি খুশির খবর।”

দীপু মনি বলেন, “উচ্চ শিক্ষার মানোন্নয়নে আমরা ইতোমধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছি। তারা কাজও শুরু করেছে। এছাড়া শিক্ষাকে সহজলভ্য করার জন্য সকল জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।