"রিশকাটা আমার সন্তানের চেয়েও বেশি... ও আহার দেয়"

Your browser doesn’t support HTML5

২০০১ সালে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন ক্ষুদ্র ব্যবসায়ী মোসলেম আলি মিলন। চার বছর হাসপাতালে আর তারপর তিন বছর হুইল চেয়ারে কাটান। কাজ করতে না পারায় তার পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে উঠে।

অভাবের তাড়নায় শেষে ঢাকায় এসে ব্যাটারি চালিত রিক্সা কেনেন। একজন সক্ষম ব্যক্তিরূপে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করেন সমাজে।

'প্রতিবন্ধী' হিসেবে কারো করুণা চান না মিলন। ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, "আমি যে প্রতিবন্ধী হিসেবে যা এক টাকা দুই টাকা রুজি করি, নিজে যে এক জায়গায় বসে লবন ভাত খাচ্ছি বা ডাল ভাত খাচ্ছি... এটাই অনেক।"