এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার অঘোষিত সফরে ইরাক যান। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সৈন্যদের পরামর্শ ও সহায়তা মিশনে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সৈন্য রয়েছে।

বাইডেন প্রশাসনের শীর্ষ জলবায়ু দূত জন কেরি বলেছেন, গত কয়েক মাসে জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা 'আরও কঠিন' হয়েছে। কেরি হিউস্টনে সিইআরএউইক এনার্জি কনফারেন্সে বক্তব্য রাখেন।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট বুধবার উৎক্ষেপণের জন্য প্রস্তুত। রিলেটিভিটি স্পেস কোম্পানির নির্মিত টেরান 1 রকেটটি ৩৩ দশমিক ৫ মিটার দীর্ঘ এবং ২ দশমিক ২৮ মিটার প্রস্থ। যাকে 3-ডি মুদ্রিত সবচাইতে বৃহত্তম বস্তু বলে মনে করা হয়।