মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকালে নিরপেক্ষ সরকারে আওয়ামী লীগের আপত্তির একটাই কারণ, তারা জানে যদি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হয়, তাদের প্রার্থীদের জামানত থাকবে না।” পঞ্চগড়ের সহিংসতাকে সরকারের পাতানো ঘটনা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই ঘটনা ঘটেছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে”
মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং আসল অভিযুক্তদের আড়াল করতে, বিএনপি’র ওপর দোষ চাপাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।আর এর সঙ্গে রয়েছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো।”
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “ একটি পার্লামেন্টারি কমিটিতে আওয়ামী লীগও মতামত দিয়েছিল, দেশে আরো দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এছাড়া, হাইকোর্টে একটি রিট করা হয়েছিলো। সেখানে ৯ জনকে ডাকা হয়েছিলো। তাদের মধ্যে আটজনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট এড়াতে একমাত্র সমাধান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।”
নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আ্ওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।