এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নেতারা সোমবার অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিধর সাবমেরিন দেওয়ার অকাস পরিকল্পনা বিশদভাবে উন্মোচন করেছেন। চীন অকাস চুক্তিকে পারমাণবিক শক্তি বিস্তারের অবৈধ পদক্ষেপ বলে নিন্দা করেছে।

সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পরে ফেডারেল সরকার আমানতের অর্থের গ্যারান্টি দেওয়ার পদক্ষেপ নেওয়ার পরে গ্রাহকরা সোমবার অর্থ তুলে নেয়ার জন্য লাইনে অপেক্ষা করেন। প্রেসিডেন্ট বাইডেন সোমবার বলেন, “ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ যার ওপর আমেরিকানরা আস্থা রাখতে পারে।”

বাইডেন প্রশাসন সোমবার ঘোষণা করেছে যে তারা উত্তর-পশ্চিম আলাস্কায়কনোকোফিলিপসের ৭ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস ড্রিলিং উইলো প্রকল্পেরএকটি ক্ষুদ্র সংস্করণ অনুমোদন করছে। আলাস্কার কর্মকর্তারা এবং তেল শিল্পএই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পরিবেশ প্রবক্তারা এর সমালোচনা করেছে।