এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

বৃহস্পতিবার পেন্টাগন প্রকাশিত একটি ভিডিও-তে দেখা গেছে কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার সামরিক বিমান আমেরিকার একটি সামরিক ড্রোনের খুব কাছাকাছি এসে জ্বালানি নিক্ষেপ করে, ফলে প্রপেলার নষ্ট হয়ে যায়। রাশিয়া বলছে এই দুর্ঘটনার জন্য ড্রোনটির “দ্রুত দিক পরিবর্তন” দায়ী এবং তাদের জেট ধাক্কা দেয়নি ।

আমেরিকান সামরিক বাহিনী জলদস্যু এবং অবৈধ মাছ ধরার মতো সামুদ্রিক হুমকির বিরুদ্ধে ওয়েস্ট আফ্রিকান বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য প্রথমবারের মতো সামুদ্রিক মহড়ার আয়োজন করে। আইভরি কোস্ট, ঘানা ও নাইজেরিয়াসহ গিনি উপসাগরে প্রায় ৩৫০ জন সেনা ঐ মহড়ায় অংশ নেয়।

নাটকীয় এক ভিডিওতে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যদের লস অ্যাঞ্জেলেস নদী থেকে এক ব্যক্তিকে উদ্ধার করতে দেখা যায়। (যখন ঝড়ের কারণে নদীর পানি বাড়ছিল)। এলএএফডি জানিয়েছে, হাইপোথার্মিয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।