এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি আমেরিকার ত্রাণকর্মী জেফরি উডকের মুক্তির জন্য দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন। ২০১৬ সালে নিজারে ইসলামি জঙ্গীরা তাকে অপহরণের পর জিম্মি করে রাখে। ২০২১ সালে মালিতে অপহৃত ফরাসি সাংবাদিক অলিভিয়ে ডুবোয়াকেও মুক্তি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার একটি বিলে স্বাক্ষর করেছেন যাতে কোভিড-19 করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে। বিলটি কোনও মতবিরোধ ছাড়াই সিনেট এবং প্রতিনিধি পরিষদে পাস হয়।
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ 'ইউএসএস আমেরিকা' জাপানে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর প্রথমবারের মতো ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছে। জাহাজটি জাপান থেকে বিতর্কিত দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে ফিলিপাইনে পৌঁছায়।