এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সম্পর্কিত চীন ও রাশিয়ার যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি মঙ্গলবার বলেছেন, (দুই নেতার মধ্যকার) আলোচনা ও সমঝোতায় এমন কিছু নেই যা ইউক্রেনের যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার আশা জাগায়।
লস অ্যাঞ্জেলেসে তিন দিনের ধর্মঘটে শিক্ষক ইউনিয়ন সমর্থিত প্রায় ৩০ হাজার শিক্ষক কাজ থেকে বিরত রয়েছেন। ধর্মঘটের ফলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল ডিসট্রিক্টের প্রায় পাঁচলক্ষ শিক্ষার্থীর ক্লাস ব্যাহত হচ্ছে।
২০২১ সালের ন্যাশনাল মেডেল অফ আর্টস এবং ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন ব্রুস স্প্রিংসটিন, জুলিয়া লুই-ড্রাইফিস, মিন্ডি ক্যালিং এবং গ্ল্যাডিস নাইটসহ ২২ জন ব্যক্তি ও সংস্থা। মহামারীর কারণে হোয়াইট হাউজে (পুরস্কার প্রদান) অনুষ্ঠানটি বিলম্বিত হয়েছিল।