এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

সম্প্রতি আমেরিকার দুটি ব্যাংকের পতনের পরে ফেডারেল রিজার্ভ বুধবার সুদের হার শতকরা এক চতুর্থাংশ বাড়িয়েছে। তবে ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছিল যে তারা অর্থঋনের সুদের হার বৃদ্ধি না করার পক্ষে।
হোয়াইট হাউজ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (কানাডার) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন।তারা প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অভিবাসন নিয়ে আলোচনা করবেন। বাইডেন শুক্রবার কানাডার পার্লামেন্টে ভাষণ দেবেন।
রিলেটিভিটি স্পেসের থ্রিডি প্রিন্টেড রকেটটি বুধবার প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন করলেও তা মহাকাশে পৌঁছাতে পারেনি। উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই তার যাত্রা ব্যহত হয়। ক্যালিফোর্নিয়াভিত্তিক ঐ প্রতিষ্ঠানের রকেটটির ৮৫ ভাগ থ্রিডি প্রিন্টেড যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছিল।