এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান কন্ট্রাক্টর নিহতের পরিপ্রেক্ষিতে, পাল্টাজবাবে তারা বেশ কয়েকটি 'প্রিসিশন' বিমান হামলা চালিয়েছে। ঐ ড্রোন হামলায় আরও ছয় জন আমেরিকান আহত হয়েছিলেন, যাদের পাঁচজন আমেরিকান সেনাবাহিনীর সদস্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন দুই দিনের সফর কানাডায় রয়েছেন।তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন শুক্রবার কানাডার পার্লামেন্টেও ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য ইউটা যেখানে ইন্সটাগ্রাম, টিকটক এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য ১৮ বছরের কম বয়সীদের বাবা-মায়ের অনুমতির প্রয়োজন হবে। প্রযুক্তি শিল্প এই নতুন নিয়মের বিরুদ্ধে, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খোলার আগে ব্যবহারকারীকে বয়স জানাতে হয়।