কলকাতার রাজপথ শাসন করছেন বাস-ড্রাইভার কল্পনা

অশীতিপর বৃদ্ধা, চেয়ে থাকেন তার নাতনিসম কল্পনার দিকে, হয়তো তিনি আগে জানতেই পারেননি কিভাবে রোজ স্টিয়ারিং হাতে "লিঙ্গ বৈষম্যের" শক্ত পিচের রাজপথে মেয়েটি বাস শাসন করে।

কল্পনা মণ্ডল 

কিভাবে প্যাসেঞ্জার তুলতে হবে, ব্লক করে কিভাবে প্লেস করতে হবে গাড়ি, রেষারেষি এড়িয়ে প্যাসেঞ্জার ভর্তি বাস কিভাবে কন্ট্রোল করতে হয় পিছনে বসে সব শিখিয়েছেন বাবা সুভাষ মন্ডল। আজ তাই বাবা-ই কল্পনার গুরু।

কল্পনা, স্বপ্ন দেখে সে একদিন বাস চালিয়ে রোজগার করে আরো বাস কিনবে। একদিন তার নিজের বাস নিয়ে সে ছুটে যাবে 'ফ্যাসট্যাগ', টোল প্লাজা পেরিয়ে অনন্ত হাইওয়ের দিকে।

কল্পনা মণ্ডল 

ছুটির দিনে মোবাইলে কপিল শর্মার শো, ইনস্টাগ্ৰাম কিম্বা প্রিয় বিড়ালের সাথে খুনসুটি করে বেলা পড়ে আসে।

কল্পনা মণ্ডল

একটা ট্রিপের ফাঁকে, ধর্মতলার ৩৪সি বাসের গুমটি ঘরের সামনে চলে চা পান, আড্ডা, ফাগুনের আনন্দ ভাগ করে নেবার পালা।

ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় কল্পনার বাস যাত্রা, নোয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা গামী (৩৪সি) বাসে ওঠার আগে সে বাসের চাকায় প্রণাম করে নিতে ভোলে না কখনো।

কল্পনা মন্ডল, বয়স কুড়ি, শুধু কলকাতার নোয়াপাড়া থেকে ধর্মতলা (৩৪সি) রুটের সর্বকনিষ্ঠ বাস ড্রাইভার সে নয়, পশ্চিমবঙ্গের শত শত মানুষের "হার্টথ্রব" তিনি। এক কথায় অনুপ্রেরণা।

ছুটির দিনে কল্পনার সময় কাটে বাবা, মা, দিদির সঙ্গে গল্পে, আড্ডায়। 

কন্ডাক্টর বাস ভাড়া চাইনি? কন্ডাক্টারই জানে! আর জানে কল্পনা।

কল্পনা মণ্ডল