ছবিতে ১৯৭১
১৯৭১ সালের ২ এপ্রিল (ফাইল চিত্র)। সশস্ত্র মুক্তিযোদ্ধারা চলেছেন সমরাঙ্গনে। রিকশায় চেপে। যশোরে। ভারতের সীমান্তবর্তী এই শহরে চলে ভয়াবহ লড়াই।
১৯৭১ সালের ৮ এপ্রিল (ফাইল চিত্র)। মুক্তিযোদ্ধারা 'জয় বাংলা' স্লোগান দিচ্ছেন। পূর্ব পাকিস্তানের কুষ্টিয়ায়।
১৯৭১ সালের ৯ এপ্রিল (ফাইল চিত্র)। পূর্ব পাকিস্তানের পাংশা গ্রামের বাসিন্দারা 'জয় বাংলা' স্লোগান দিচ্ছেন। বাঙালি জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন জানাতে।
১৯৭১ সালের ২ এপ্রিল (ফাইল চিত্র)। বাংলাদেশী মুক্তিযোদ্ধা বাহিনী যুদ্ধ-যাত্রা করছে পাকিস্তানি সেনা বাহিনীর বিরুদ্ধে। পূর্ব পাকিস্তানের যশোরের সন্নিকটে।
১৯৭১ সালের ১৯ এপ্রিল (ফাইল চিত্র )। পূর্ব পাকিস্তানের এক উদ্বাস্তু দল ভারতে নিরাপত্তার সন্ধানে পূর্ব পাকিস্তানের মেহেরপুর ত্যাগ করছেন।
১৯৭১ সালের ১১ এপ্রিল (ফাইল চিত্র)। বাঙালি শরণার্থীতে ঠাসা একটি বাস প্রস্তুতি নিচ্ছে ছাড়ার। ঢাকা এক শহরতলীতে এদের অনেকেই যাত্রার জন্য অপেক্ষমান।