এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

টেনেসির ন্যাশভিলে সোমবার ভারী অস্ত্রধারী এক প্রাক্তন ছাত্র একটি বেসরকারি খৃষ্টান স্কুলের তিন শিশু ও তিন কর্মীকে হত্যা করে। পরে স্কুলের ওই প্রাক্তন ছাত্র, ২৮ বছর বয়সী অড্রে হেল পুলিশের গুলিতে নিহত হয়। রাতে স্কুলের বাইরে অস্থায়ী স্মৃতিসৌধে মানুষ ফুল দেয় এবং প্রার্থনা করে।
স্কুলে গুলি বর্ষণের ঘটনাকে 'অসুস্থ' আখ্যায়িত করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি বর্ষণের ঘটনা “জাতির সত্ত্বায় আঘাত হানছে।” বাইডেন কংগ্রেসকে পুনরায় আধা-স্বয়ংক্রিয় কিছু অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের কাছে নতুন ও ছোট পারমাণবিক ওয়ারহেড আছে দাবী করার পর কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার মিত্রকে নিশ্চয়তা দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় এখন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছে।