১০ প্রশ্নে ফ্যাশন ডিজাইনার হুমায়রা খান

Your browser doesn’t support HTML5

হুমায়রা খান যে বাংলাদেশের সবচেয়ে ক্লাসি ডিজাইনারদের একজন, এ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। সাতাশ বছর ধরে হুমায়রা তার ব্র্যান্ড ‘আনোখি’ নিয়ে রাজত্ব করেছেন ঢাকার এক্সক্লুসিভ 'হাই এন্ড' এলিট ফ্যাশন সিনে।

কিন্তু এরপর তার মনোজগতে ও জীবনবোধে আসে এক বড় বাঁক-বদল। হুমায়রা এখন কাজ করছেন আরো বড় পরিসরে, ‘আনোকিনি’ ব্র্যান্ডের মাধ্যমে তার সৃজনশীলতার দিগন্ত উন্মুক্ত করে দিয়েছেন বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর জন্য। মধ্যবিত্ত ফ্যাশন প্রেমীদের নাগালের মধ্যে এনেছেন তার এক্সক্লুসিভ হাই-ফ্যাশন। ‘ফাস্ট ফ্যাশন’ এর স্রোতের বিপরীতে হুমায়রা করছেন এথিকাল পরিবেশবান্ধব ‘স্লো ফ্যাশন’। তার প্রতিটি পোশাক ইউনিক, প্রতিটি নকশা, ম্যাটেরিয়াল অনেক যত্ন করে, কাস্টমাইজডভাবে বানানো। হুমায়রার ডিজাইন দর্শন, তার জীবনবোধের বাঁকবদল, তার সৃজনশীলতা, প্রাপ্তি – এই সবই উঠে এসেছে ১০ প্রশ্নের এই সাক্ষাৎকারে।

ভয়েস অফ আমেরিকা বাংলার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন মারজানা সাফাত।