বাংলাদেশে হাতিরা হারিয়ে যাবার পথে

মানুষের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে বাংলাদেশের শেষ ২৬৮টি হাতি আজ হুমকির সম্মুখীন।

ঢাকা চিড়িয়াখানায় বসে 'সুলতানা' নামের একটি দুই মাসের শিশু হাতিকে খাওয়াচ্ছেন ব্রিটেন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত প্রাণিচিকিৎসক নুরজাহান।

কক্সবাজারে যানজটের মধ্যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি হাতি। ছবিটি ২০১৮ সালের ১৬ জানুয়ারি তোলা।

২০০৭ সালের ১৫ মে কক্সবাজারের দক্ষিণাঞ্চলে ঝড় বয়ে যাওয়ার পর ঢেউয়ের পানিতে একটি হাতিকে গোসল করাচ্ছে স্থানীয়রা।

পাহাড়ি বনভূমে চারণ করছে তিনটি বুনো হাতি। বাংলাদেশের বনগুলোর আয়তন ও গুণগতমান হ্রাস পাওয়ায় হাতিদের খাদ্যের স্বল্পতা তৈরি হয়েছে।

ঘূর্ণিঝড় সিডরের আঘাতে রাস্তা থেকে ছিটকে পড়া একটি বাস ঠেলে সরিয়ে চলাচলের পথ পরিষ্কার করছে একটি হাতি। ছবি ২০০৭ সালের ১৪ নভেম্বর বরিশালে তোলা।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর ও আইইউসিএন-এর উদ্দ্যোগে নির্মাণ করা হয়েছে এমন বেশ কতগুলো হাতি আকৃতির সাইনবোর্ড।

কিভাবে হাতির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে, তার প্রশিক্ষণ নিচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা। ছবিটি ২০১৮ সালের এপ্রিল মাসে তোলা।

হাতির মুখোশ এবং ভাস্কর্য নিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাঙালির পহেলা বৈশাখ উদযাপন চলছে।

শিশু ঈদের ছুটি উপভোগ করছে চিড়িয়াখানায় হাতির পিঠে চড়ে। ছবিটি ২০১০ সালের ১২ সেপ্টেম্বর তোলা।

জাতীয় চিড়িয়াখানায় ছবিটি তোলা হয়েছিল ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি। প্রাণী অধিকার সংগঠনগুলোর দাবির মুখে বন্ধ হয়েছে দর্শনার্থীদের হাতির পিঠে চড়া।

নিত্য চলাচলের করিডোর বন্ধ করে দেয়ায় নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে দু'টি হাতি।

নদী পেরিয়ে টেননাফ সৈকতে ঢোকা একটি হাতিকে দড়ি দিয়ে টেনে বনের দিকে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। ছবিটি ২০২১ সালের ২৯ জুন তোলা।

'বন্যহাতি চলাচলের পথ' লেখা একটি সাইনের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে টেকনাফ হাইওয়েতে।

হাতির ধাক্কায় ভেঙ্গে যাওয়া একটি পিলার। টেকনাফ শরনার্থী শিবিরের চারপাশে বেষ্টনি দেয়া কাঁটাতারের বেড়া প্রায়ই বুনো হাতির চলাচলে ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজারের সংরক্ষিত বনে বিচরণ করছে একটি এশিয়ান হাতি। মানুষের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে বাংলাদেশের শেষ ২৬৮টি হাতি আজ হুমকির সম্মুখীন।