১৯৭২ সালের ৩১ জানুয়ারি, বাংলাদেশের স্বাধীনতার মাত্র একমাস পরে, বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বাংলাদেশে সফর করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘ ৪৫ মিনিটের আলাপে তাঁরা বাংলাদেশের বিশ্বব্যাংক ও আইএমএফের সদস্য হওয়া নিয়ে কথা বলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করেন প্রেসিডেন্ট ম্যাকনামারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইবিআরডির এশিয়া দফতরের অধিকর্তা আই পি এম কার্গিল, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাজউদ্দীন আহমদ। সেই সময় প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক মুখপাত্র এই বৈঠককে 'খুবই সন্তোষজনক' বলে ব্যাখ্যা করেন। সংবাদপত্রে এমনটাই জানানো হয়।
১৯৭২-এর ১৭ আগস্ট বাংলাদেশ বিশ্বব্যাংকের ১১৮তম সদস্য রাষ্ট্র হয়। এবং ঐ বছরই ৩০ নভেম্বর বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ পায় বিশ্বব্যাংকের কাছ থেকে।
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।